বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ - ২২:১৫
ইরান-রাশিয়া "সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি" অনুমোদন করল রাশিয়ান ফেডারেশন কাউন্সিল

রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের এক সভায় ইরান ও রাশিয়ার মধ্যে সম্পাদিত "সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি" অনুমোদিত হয়েছে।  

হাওজা নিইউ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সরকারি সংবাদ সংস্থা আরনা (IRNA) বুধবার রাশিয়ার তাস নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে জানায়, গত ১৮ জানুয়ারি ২০২৫-এ রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সফরের সময় এই চুক্তিতে স্বাক্ষর হয়।  

এই চুক্তির মাধ্যমে তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করার আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। চুক্তিটি উভয় দেশকে একে অপরের কৌশলগত অংশীদার হিসেবে স্বীকৃতি দেয় এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান, শক্তি, আর্থিক খাত, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি ও বিজ্ঞান-প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে যৌথ কৌশলগত সহযোগিতার রূপরেখা তুলে ধরে।

ইরানের পার্লামেন্ট (মজলিসে শুরায়ে ইসলামী) এবং রাশিয়ার পার্লামেন্ট (ডুমা ও ফেডারেশন কাউন্সিল) কর্তৃক চুক্তিটি অনুমোদিত হওয়ার পর এটি বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha